নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন তৌহিদ চাকলাদার ফন্টু। ফলাফল ঘোষণার পর পরই তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন। রং খেলে, ড্রাম ও ভুভুজেলা বাঁশি বাজিয়ে বাজিয়ে নেচে গেয়ে বিজয় উদযাপন করেন সমর্থকেরা। কাঠালতলায় তৌহিদ চাকলাদার ফন্টুর প্রধান নির্বাচনী কার্যালয় ঘিরে চলে আনন্দ উৎসব।
শহরের বিভিন্ন অঞ্চল থেকে মিছিলসহকারে উৎসবে যোগদেন সমর্থকরা। ফোনে ফোনে একে অপরকে জানায় উচ্ছাস। আত¥ীয়-স্বজন কিংবা বন্ধুদের মধ্যে চলতে থাকে আনন্দ বিনিময়। প্রচ- গরম উপেড়্গা করে ফন্টু সমর্থকরা মেতে ছিলেন আনন্দে। শুধু প্রধান নির্বাচনী কার্যালয়ে নয় আনন্দ আয়োজন ছিল প্রতিটি নির্বাচনী ক্যাম্পে।
সমর্থকরা জানান, এ বিজয় প্রত্যাশিত। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদারের ঘাঁটি সদর উপজেলা তা আবারো প্রমাণিত হয়েছে। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে শাহীন চাকলাদারের উত্তরসূরি হিসেবে তৌহিদ চাকলাদার ফন্টু ভূমিকা রাখবে। তৌহিদ চাকলাদার ফন্টুর হাত ধরেই যশোর সদর উপজেলা হবে স্মার্ট।
এ সময় সমর্থকদের উদ্দেশ্যে তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, আমি সদর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞ। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকলকে অভিনন্দন জানাচ্ছি। শপথ গ্রহণের পর সকলের সহযোগিতায় আমি আমার ভাই শাহীন চাকলাদারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চাই।