নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের নতুন খয়েরতলা সাইয়েদুনা মুহাম্মাদুর রাসুলুল্লাহ মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ও পৌর কৃষকলীগের উপদেষ্টা তৌহিদ চাকলাদার ফন্টু, সহ সভাপতি ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাজু, যুগ্ম সম্পাদক ফয়েজ আলম মনির, আনোয়ারুল ইসলাম, নাসিমা আক্তার জলি, সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, তোরাব আলী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা ঝুমুর, কৃষি ঋণ সম্পাদক রফিক আহমেদ, ত্রাণ সম্পাদক তবিবুর রহমান খান রিপন, স্বাস্থ্য সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট সুইট, সদর উপজেলা কৃষকলীগের সহ—সভাপতি নুর ইসলাম খান, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা লেন্টু।
এছাড়াও জেলা ও সদর উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।