নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মুজিব সড়কে অতর্কিত হামলায় রিপন হোসেন(২৪) নামে এক যুবক নিহত হয়েছে। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। সোমাবার রাত ৮টার দিকে শহরের মুজিব সড়ক জাগরণী চক্রের সামনে এ হামলার ঘটনা ঘটে। ডিবি পুলিশ আহত মুস্তাক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত রিপন হোসেন শহরের খড়কি গোরস্থান এলাকার বুড়োর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে পঙ্গু হাসপাতালের সামনে থেকে রিপন ও মুস্তাক রিকসা যোগে দড়াটানার দিকে আসছিল। চাইপাই কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে সাত—আট জন রিপন ও মুস্তাককে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের ডাক্তার রিপনকে মৃত ঘোষণা করেন। মোস্তাককে প্রাথসিক চিকিৎসা দেন।
এ ঘটনায় একই এলাকার নূরুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও আফতাফ সরদারের ছেলে আব্দুল মাজেদ (৩৪) নামে দুইজন জখম হয়েছে। প্রত্যক্ষদর্শিদের ধারণা মেহেদী ও মাজেদ হামলাকারীদের সাথে ছিল। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে। ঘটনার পর মৃত্যের স্বজনরা হাসপাতালে ছুটে আসে।
পুলিশি হেফাজতে নেয়ার পূর্বে আহত মুস্তাক দাবি করেন, শাহাজান কবীর শিপলুর নেতৃত্বে এ হামলা হয়। এ সময় হাসিব, নিশান, দিলু, পিচ্চি রাজা, সাকলাইন, সুমন, দিপুসহ আরো কয়েকজন ছিল।
<< আরও পড়ুন >> মণিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
এদিকে নিহতের স্বজন ভূট্টো হোসেন জানান, ‘আমার ছোট ভাই রিপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা তার বুকে ছুরি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারনে মৃত্যু হয়। লাশ ময়না তদন্তর জন্য হাসপাতালের মগে রাখা হয়েছে।
<< আরও পড়ুন >> শৈলকুপায় মেম্বারকে পিটিয়ে হত্যা
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, কারা কি কারনে কেন ছুরিকাঘাত করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ মাঠে নেমে পড়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে।