নিজস্ব প্রতিবেদক : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭২টি কলেজের মধ্যে এবার ৩৬টি শিক্ষাপ্রতিস্থান শতভাগ পাস করেছে। একই সাথে ৬টি শিক্ষাপ্রতিস্থান থেকে কেউ পাস করতে পারেনি। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুন্ডু এই তথ্য জানিয়েছেন।
গতবছর (২০২১ সালের পরীক্ষা) শতভাগ পাস করেছিল ১১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৮ এবং ১৮ সালে এই সংখ্যা ছিল ৩৮। তবে বিগত তিনবছর শূন্যভাগ পাসের হারের লজ্জাজনক রেকর্ড ছিল না কোনো প্রতিষ্ঠানের।
এবার বোর্ডের শতভাগ শূন্য পাসের এই শিক্ষা প্রতিষ্ঠান ৬টি হলো, কুষ্টিয়ার মিরপুর গোড়াপাড়ার হাজী নুরুল ইসলাম কলেজ, ঝিনইদহের শৈলকুপার শেখপাড়া রাহাতুন্নেছা গালর্স স্কুল এন্ড কলেজ, যশোরের কেশবপুর উপজেলার সাউথবেঙ্গল কলেজ, নড়াইল সদর উপজেলার গোবরা মহিলা কলেজ, মাগুরা সদর উপজেলার শিবরামপুর স্কুল এন্ড কলেজ ও একই উপজেলার রাউতাড়া এইচ এম সেকেন্ডারির স্কুল এন্ড কলেজ।
পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুন্ডু বলেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিড়্গা বোর্ডের অধীনে ৫৭২টি কলেজের মধ্যে এবার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। একই সাথে ৬টি শিড়্গাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।
শূন্য পাসের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রাহাতুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন, হাজী নুরুল ইসলাম কলেজ থেকে ৫ জন, সাউথবেঙ্গল কলেজ থেকে ৩ জন, রাউতাড়া এইচএম স্কুল অ্যান্ড কলেজ ও গোবরা মহিলা কলেজ থেকে দু’জন করে এবং শিবরামপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ হয়েছে।
তিনি আরও জানান, ননএমপিও এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা একেবারেই রুগ্ন। ফলাফলের জন্য এসব প্রতিষ্ঠানকে সর্তক ও শো’কজ নোটিশ পাঠানো হবে। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।