নিজস্ব প্রতিবেদক : যশোর ও বাগেরহাটের ফকিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য ও দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-খুলনা-মহাসড়কের ফকিরহাট উপজেলার চেয়ারম্যানবাড়ি মোড়ে একটি ও ২১ ফেব্রম্নয়ারি দবাগত রাত ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃঞ্চবাটি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
ফকিরহাটে নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার কাকডাংগা গ্রামের মহর আলী সরদারের ছেলে সাদিক সরদার (২৫) এবং একই গ্রামের আজাহার সরদারের ছেলে সাকিব সরদার (২৩)। অপরদিকে যশোরে নিহত হয়েছেন আকিমুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য।
প্রত্যড়্গদর্শিরা জানান, আজ দুপুর ২টার দিকে দুই বন্ধ সাদিক সরদার (২৫) এবং সাকিব সরদার (২৩) মোটরসাইকেল নিয়ে ফকিরহাট উপজেলা সদর থেকে ফলতিতা বাজারে যাচ্ছিলেন। তারা চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুজ্জান বলেন, বাগেরহাট-ঢাকা মহাসড়কের চেয়ারম্যানবাড়ি মোড়ে দুপুরে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারাযান ।
এদিকে যশোরে ট্রাকের ধাক্কায় আকিমুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃঞ্চবাটি এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে।
আকিমুল ইসলাম ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মনসেপ আলীর ছেলে। তিনি যশোর পুলিশ লাইন্সের ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত ছিলেন। তার কনেস্টবল নম্বর ১৬৯০।
যশোর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক জয়šত্ম সরকার জানান, কনস্টেবল আকিমুল ইসলাম সরকারি কাজে শার্শায় গিয়েছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে যশোরে ফেরার সময় তিনি কৃঞ্চবাটি লিমিয়া ওষুধ কোম্পানির সামনে পৌছুলে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরম্নতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে তার আগেই তিনি মারা যান।