৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
যশোর পৌর আ’লীগের সম্পাদক বিপুর পিতা আলী হোসেন আর নেই
যশোর পৌর আ’লীগের সম্পাদক বিপুর পিতা আলী হোসেন আর নেই
239 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুর পিতা এসএম আলী হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার কাজীপাড়াস্থ নিজ বাড়িতে গভীর রাতে তিনি ইন্তেকাল করেন। তিনি জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুর পিতার মৃত্যুর খবর শুনে শুক্রবার সকাল থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার বাড়িতে ছুটে যান। পিতা হারানোর বেদনায় ভেঙ্গে পড়া বিপুকে নেতাকর্মীরা সমবেদনা জানান।

শুক্রবার বাদ জুম্মা কাজীপাড়া জামে মসজিদে জানাজা নামাজ শেষে কারবালা কবরস্থানে এসএম আলী হোসেনের দাফন সম্পন্ন হয়। এদিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।

এছাড়াও শোক প্রকাশ করেছেন এবং জানাজায় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, শ্রম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিকুর রহমান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দৈনিক সমাজের কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শামীম চাকলাদার বাবু, ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, সামির ইসলাম পিয়াস, আনোয়ার হোসেন মোস্তাক, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর, যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার হোসেন স্বপন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যশোর পৌরসভার প্যানেল মেয়র রোকেয়া পারভীন ডলি, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবলু, শাহানুর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে, আগামীকাল রোববার বাদ আসর কাজীপাড়া জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে যশোর জেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন মরহুমের সন্তান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পদক এস এম মাহমুদ হাসান বিপু।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram