নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবিরের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এই প্যানেল ২৬ টি পদের বিপরীতে ৩৫ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মির্জা আখিরম্নজ্জামান সান্টু, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, এবি এম আখতারম্নজ্জামান, শহীদ আহমেদ, সোহেল মাসুদ হাসান টিটো, শেখ শামস-উল-বারী শিমুল, আমিনুল ইসলাম, খায়েরম্নজ্জামান বাবু, ইউসুফ হাসান, এহসানুল হক সুমন, খন্দকার এজাজুর রহামন তুষার, রায়হান সিদ্দিকী প্রবাল, অ্যাড.নজরম্নল ইসলাম, হিমাদ্রী সাহা মনি, শিমুল বিশ্বাস শিমু, আনোয়ার হোসেন মো¯ত্মাক, সাজিদ হোসেন পলাশ প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকতার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার পর্যšত্ম মোট ২৭ টি পদের বিপরীতে ৭০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ শনিবার মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন।