নিজস্ব প্রতিবেদক : যশোর জিলা স্কুলে ১৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। প্রতিযোগিতার ৬৪ ইভেন্টে সহস্রাধিক ছাত্র অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম।
উপস্থিত ছিলেন, প্রভাতি শাখা সহকারী প্রধান শিক্ষক সফিয়ার রহমান, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক নজরম্নল ইসলাম প্রমুখ। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।