নিজস্ব প্রতিবেদক : যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এরই মধ্যে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন দুই প্যানেলের প্রার্থীরা। গতকাল সোমবার জেলা জজ আদালত থেকে জামিন পান ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার মিজানুর রহমান খান। এদিন বিকালেই তিনি জেল থেকে মুক্তি পেয়ে নির্বাচনীকাজে জড়িয়ে পড়েন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান গতকাল জামিন পাবার পর জানান, আমাকে চেম্বারের নির্বাচন থেকে দূর রাখতে পরিকল্পিতভাবে মিথ্যা মামালায় আটক করা হয়েছিল। ১৭ দিন জেলে থাকার কারণে প্রচার প্রচারণা করতে পারিনি। তবে আমার প্যানেলের প্রার্থীরা প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে।
অপরদিকে, ব্যবসায়ী অধিকার পরিষদের প্যানেল লিডার হুমায়ন কবীর কবু বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রচারণা অব্যাহত রয়েছে। আশা করছি ভোটাররা আমাদেরকে বিজয়ী করবেন।