নিজস্ব প্রতিদেক : যশোর কৃষক লীগের সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সরকারি আইন কর্মকর্তা (জিপি) কাজী বাহাউদ্দিন ইকবাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১২টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে শহরের সার্কিট হাউজপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
শুক্রবার জুম্মাবাদ যশোরের কারাবালা জামে মসজিদের সামনে নামাজের জানাজা শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, জেলা কৃষকলীগ ও জেলা প্রসিকিউশন ইউনিটসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, নেতা রেজাউল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম নিয়ামত উল্লাহ, ছাত্র লীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহক, সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।