নিজস্ব প্রতিবেদক : যশোরের কারবালায় কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মা বাদ এই মসজিদের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.তমিজুল ইসলাম খান।
উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি ও মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, সিনিয়র সহকারী কমিশনার কাজী নাজিব হাসান, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার কে এম আবু নওশাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, আনোয়ার হোসেন মোস্তাক, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।