নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।
এসময় তিনি বলেন, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। সারা পৃথিবীর সাথে পা মিলিয়ে চলার জন্য স্মার্টনেস দরকার। বিতর্কের মধ্য দিয়ে সেই লক্ষ্য অর্জনের পথে হাঁটতে হবে। কারণ বিতর্ক যুক্তিবাদী সমাজ গঠনে সহায়ক হয়। তিনি বলেন, ১৯৭১ সালে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। সেই একাত্তরকে সাজিয়েছিলেন বঙ্গবন্ধু। জাতির পিতা, শহিদ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানোদের নিয়ে কোনো বিতর্ক হবে না। যে, যে মতের হোক না কেন, এসব নিয়ে কোনো আপোষ হবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, জীবনে পাপকে ঘৃণা করতে হবে। তাহলে পূণ্যবান মানুষে পরিণত হতে পারবে। সভ্যতা সব টিকে আছে জ্ঞানের ওপর। এজন্য সারাজীবন জ্ঞানের পিছনে ছুটতে হবে।
সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ জ্ঞানপ্রকাশানন্দ, সরকারি মাইকেল মধুসূদন কলেজের উপাধ্যক্ষ ড. আবু বক্কর সিদ্দিকী, বিতর্ক কর্মশালার আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদ মুহম্মদ আবদুল্লাহেল জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষক মেহেদী হাসান। বিতর্ক কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।