নিজস্ব প্রতিবেদক : যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের দু’দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ৪৮ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করে অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য ও সাংষ্কৃতিক চর্চা করা করা উচিত। এতে করে দেশপ্রেম সৃষ্টি হয়। শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকে।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর জিল্লুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এসএম শফিকুল ইসলাম।
অনুভুতি প্রকাশ করেন ছাত্রী সংগীতা দাসের মা সাবিত্রী দাস। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক রেহমান আজিজ।
শেষে নজরুলগীতি, রবীন্দ্র সংগীত লোকসংগীত, দেশাত্ববোধক গান, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৪৮ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।