নিজস্ব প্রতিবেদক : যশোর ইনস্টিটিটিউট নির্বাচনে উন্নয়ন ও সংস্কার প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশের দিনে অন্য কোন প্রার্থী না থাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন বোর্ডে আহ্বায়ক মাহমুদুল হাসান জয়ীদের নাম ঘোষণা করেন।
আগামী ২৮ এপ্রিল ইনস্টিটিউটের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র ক্রয় ও জমা দেয়ার সময় ছিল ৩০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। প্রথম দিন উন্নয়ন ও সংস্কার প্যানেল মনোনয়নপত্র ক্রয় করে জমা দেন। শেষ দিনে মনোনয়নপত্র ক্রয় করে জমা দেন আরো ৮ প্রার্থী। এরা হলেন এবিএম আক্তারুজ্জামান, মাহমুদ রিবন, নজরুল ইসলাম, হালিম রেজা, সোহেল আল মামুন নিশাদ, শরিফুল ইসলাম, হিমাদ্রী সাহা মনি।
১২ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের দিনে বাকি প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। একারণে উন্নয়ন ও সংস্কার প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ী প্যানেলের সদস্যরা হলেন ডা. আবুল কালাম আজাদ লিটু, শেখ রাকিবুল আলম জয়, আব্দুর রহমান কিনা, মুস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহারিয়ার বাবু, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, আব্দুর রাজ্জাক, রওশন আরা রাসু, মোক্তার আলী, এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, এসএম আজহার হোসেন স্বপন, মিনারা খন্দকার, চুন্নু সিদ্দিকী, সুখেন মজুমদার, এএম মহিউদ্দীন লালু, অ্যাডভোকেট আবু সেলিম রানা, অ্যাডভোকেট ইসহাক, আহসান হাবীব পারভেজ ও এস নিয়াজ মোহাম্মদ।