১১ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
যশোরে ৫০০ শয্যা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
যশোরে ৫০০ শয্যা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ যশোর সেনানিবাসে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই হাসপাতাল নির্মাণ সুদক্ষ চিকিৎসক তৈরীর পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারবর্গের উন্নত চিকিৎসা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আর্টডকের জিওসি; ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি; সেনাসদরের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; যশোর আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ, চীফ এক্সিকিউটিভ অফিসার, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ যশোর সেনানিবাসে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে (এসটিসিএন্ডএস), কোর অব সিগন্যালস এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে (২০২৪) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি; কোর অব সিগন্যালস্ এর জ্যেষ্ঠ অফিসার; এ্যাডজুটেন্ট জেনারেল; এমআইএসটি’র কমান্ড্যান্ট; ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান।
বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সকল সদস্যদের প্রতি আহবান জানান।

সেনাবাহিনী প্রধান এছাড়াও কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিগন্যালস্ ব্রিগেডের কমান্ডারগণ, সিগন্যালস্ ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram