১১ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
যশোরে ৪১ টি গানের স্কুলের ফলাফল প্রকাশ
যশোরে ৪১ টি গানের স্কুলেরফলাফল প্রকাশ
833 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪১ টি গানের স্কুলে ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের সুরবিতান সঙ্গীত একাডেমিতে সংস্কৃতি পরিষদের আয়োজনে এ ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলে জানাগেছে, ৪১ টি সঙ্গীত স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৩’শ ৮৭ জন। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ৬১ জন। অনুপস্থিত ছিলেন ৩২১ জন পরীক্ষার্থী। ফেল করেছে মাত্র ৫ জন।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, সংস্কৃতি পরিষদের সভাপতি অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পান্না লাল দে, নির্বাহী কমিটির সদস্য বাসুদেব বিশ্বাস ও সন্দীপ চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ দিপংকর বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসার বুলু, সুরধুণীর সভাপতি হারুন-আর-রশীদ, পুনশ্চর সহ-সভাপতি শহিদুল হক বাদল, বিবর্তন আর্ট স্কুলের অধ্যক্ষ শিলা দাস এবং পুনশ্চর অধ্যক্ষ আশুতোস পাল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram