নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ তিন নেতার বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার মধ্যরাতের দিকে শহরের ধর্মতলা, শংকরপুর বটতলা ও খড়কি এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তাসহ কোতোয়ালি থানা—পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০ টার পর শহরের ধর্মতলা বাজার এলাকায় যশোর জেলা বিএনপির যুগ্ম—আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
এর কিছু সময় পর শংকরপুর বটতলা মসজিদের কাছে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলুর বাড়ির সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়া শহরের খড়কিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানার বাড়ির পেছন থেকে ৪/৫ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘রাত সাড়ে ১০ টার দিকে শহরের ধর্মতলা এলাকায় বাসাতে টেলিভিশন দেখছিলাম। এমন সময় বাসার সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ হয়। বাসার সবাই আতংকিত হয়ে পড়ে। বের হয়ে দেখি মানুষজন দৌড়াদৌড়ি করছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে আলামত সংগ্রহ করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) একে এম শফিকুল আলম বলেন, পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।