নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নাটক ‘৩২ এর ক্রন্দন’ যশোরে মঞ্চায়িত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাটকটি মঞ্চায়িত হয়।
নাটকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই বিভীষিকা তুলে ধরা হয়। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে সেই রাতে কীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও হত্যার আগে কীভাবে ষড়যন্ত্র করা হয়। নাটকটিতে ফুটিয়ে তোলা হয় কীভাবে কিছু বিপথগামী সেনা কর্মকর্তা সে রাতে যে ধ্বংসলীলা চালিয়েছিলো। নাটকের রচনা ও নির্দেশনা করেছেন কামরুল হাসান রিপন।
নাটক প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল¬ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা যশোরের সভাপতি নুসরাত সুলতানা শান্তা প্রমুখ।
নাটকে অভিনয় করেন আব্দুল আফফান ভিক্টর, রওশন আরা রাসু, মুন্নি রহমান, জহির ইকবাল নান্নু, তাসরিক হাসান শুদ্ধ, নাসির উদ্দিন মিঠু, এস এম আব্দুর রব, শফিকুল আলম পারভেজ, শাহিন আলম বিশাল, রিয়াদুর রহমান, রাকিব উদ-দৌলা শুভ্র, তন্ময় বিশ্বাস তপু, কলি রহমান রাহাত, জাকির হেসেন, অরণ্য মেহেরাজ প্রিয়, রায়হান আহমেদ রোহান, বর্ষা নন্দি তুলি, ডা. আতিকুজ্জামান রনি, সাজেদুর রহমান তপু, আসিফ খান, সোহানুর রহমান সোহাগ, সাদিয়া ইয়াসমিন আনিকা, নিলয় হালদার, আশরাফুল কবির রাফি, তামিম ইসলাম, আপন, আছিয়া খাতুন অথৈ।