নিজস্ব প্রতিবেদক : যশোর রেলগেট এলাকার ‘সন্ত্রাসী’ রমজান আলী(৩০) নিহত হয়েছে। যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকায় শুক্রবার রাত দশটার দিকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। নিহত রমজানের নাম অন্তত ৩০/৩২টি মামলা রয়েছে বলে জানা গেছে। মাদক বেচাকেনার দ্বন্দ্ব থেকে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পরিবারের লোকজন জানিয়েছে, রমজান আলী রাতে নিজ বাড়ির সামনে হাঁটাচলা করছিলেন। এ সময় একজন তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রমজান আলী যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকার ফয়েজ শেখে ছেলে। জরুরি বিভাগের চিকিৎসক ডা.খন্দকার রেজওয়ান জামান বলেন, ১০টার দিকে রমজানকে জরুরি বিভাগে মৃত অবস্থায় আনা হয়।
ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছেন, রমজান আলীর বুকে ও পিঠ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের স্ত্রী পপি বলেন, অনেক আগে থেকে পিচ্চি রাজার সাথে শত্রুতা রয়েছে স্বামীর। মুরগী খামার নিয়ে একটি দ্বন্দ্ব রয়েছে। সেই কারণে এ হত্যাকান্ড।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে জানতে পেরেছি। পুলিশের একাধিক কাজ করছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে রমজান আলী (৩০) এলাকার চিহ্নিত সন্ত্রাসী। হত্যা, মাদকসহ কয়েক ডজন মামলা রয়েছে তার নামে। ২০২২ সালের ১ আগস্ট র্যাবের হাতে আটক হয়। র্যাবের পক্ষ থেকে তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচয় দেয়া হয়। কয়েক মাস আগে সে জামিনে ছাড়া পায়। ছাড়া পাওয়ার পর পুরনো পেশায় ফিরে যায়।