নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাভারনের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাড়অঁাচড়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা। রানার্সআপ হয়েছে স্বাগতিক বুরুজবাগা মাধ্যমিক বিদ্যালয়। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ না হওয়ায় টসের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়।
এর আগে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় ২—০ গোলে শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়কে এবং বাগঅঁাচড়া ছিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা একই ব্যবধানে গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরেফিন, সাবেক খেলোয়াড় তাজউদ্দিন প্রমুখ।