নিজস্ব প্রতিবেদক : যশোরে সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে ফাল্গুনের দ্বিতীয় দিনে বসন্তবরণ উৎসব উদযাপিত হয়েছে। গতকাল বুধবার বিকালে টাউনহল ময়দানে এ সাংস্কৃতিক উৎসব পালন করা হয়। বসন্ত উৎসবে বক্তব্য দেন সুরধুনী সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু।
বসন্ত উৎসবে গান করেন অর্পিতা ব্যানার্জী, সেজুতি দাস, প্রিয়তি পারমিতা ভদ্র, কৃষ্ণাদেব ভক্ত, বাঁধন অধিকারী, মিতু কুণ্ডু শ্যামলী দাস, সোমা বিশ্বাস, তিথী অধিকারী, মনোজিৎ মন্ডল, প্রিয়াংকা মজুমদার, মঞ্জুরা রহমান, সুমন শেখ, পৗষী পোদ্দার, শিউলী বিশ্বাস, ডলি রহমান, শচীন বর্মন, ললিতা বিশ্বাস, দেবব্রত চক্রবর্তী, শিল্পা পাল, পপি খাতুন, তরিকুল ইসলাম।
আবৃত্তি করেন হারুন-অর-রশীদ। নৃত্য পরিচালনা করেন জান্নাতুল নাঈমা সোনিয়া,