যশোরে সাইবার সিকিউরিটি অ্যান্ড আইটি ক্যারিয়ার ফর স্মাট বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অ্যাবাকাস সফট বিডি লিমিটেডের আয়োজনে এতে জেলার বিভিন্ন শিড়্গাপ্রতিষ্ঠানের শিড়্গার্থী অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির পরিচালক আফরোজা খাতুন বকুল।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান জহির ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধরণ সম্পাদক এমএম তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দানবীর হাজী মো. মহসীন বিদ্যালয়ের প্রধান শিড়্গক শাহ আলম, সহকারী প্রধান শিড়্গক আ ন ম গুলরম্নখ আলম, এমএসটি পি বালিকা বিদ্যালয়ের সহকারী শিড়্গক সুমি খাতুন, হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিড়্গক রফিকুল ইসলাম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিড়্গক নজরম্নল ইসলাম বুলবুল, ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিড়্গক রেজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করে অ্যাবাকাস সফট বিডি লিমিটেডের সিনিয়র সদস্য শ্রাবনী আক্তার বন্যা। -সংবাদ বিজ্ঞপ্ত