নিজস্ব প্রতিবেদক : ২০২১-২০২২ করবর্ষে যশোর জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতার সম্মাননা পেয়েছেন সফল ব্যবসায়ী আব্দুস শামীম চাকলাদার। এছাড়াও যশোর জেলার সর্বমোট ৭জন সম্মাননা পেয়েছেন। বুধবার খুলনা সরকারি মহিলা কলেজে এত অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন ও ক্রেস্ট প্রদান করা হয়।
খুলনা কর অঞ্চলের কর কমিশনার সিরাজুল করিম জানান, ২০২১-২০২২ করবর্ষে যশোর জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আব্দুস শামীম চাকলাদার, মমতাজ বেগম ও সুশান্ত কৃষ্ণ রায়। এছাড়াও দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন হাসমত আলী ও শওকত আলী খান। সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন উম্মে আইমান। অন্যদিকে, ৪০ বছরের নিচে বয়সের তরুণ পুরুষ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন যশোর পৌরসভার কাউন্সিলর আলমগীর কবির সুমন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। খুলনা কর অঞ্চলের কর কমিশনার সিরাজুল করিম’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কর আপীলাত ট্রাইব্যুনাল খুলনা বেঞ্চের সদস্য শফিকুল ইসলাম আকন্দ, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম জাকির হোসেন, খুলনা কর আপীল অঞ্চলের কর কমিশনার আ.স.ম ওয়াহিদুজ্জামান, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র কমিশনার মুহাম্মদ জাকির হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান।