: জেলা প্রশাসনের ভূমিকায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ দফা দিক-নির্দেশনা বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে যশোরের সরকারি কর্মকর্তাদের সাথে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মতবিনিময় সভায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, ভবদহ জলাবদ্ধতা দূরীকরণ, সাম্প্রতিককালের অগ্নিকাণ্ড, এ জেলায় নিরাপদ সবজি উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিকরণ, বিভিন্ন দপ্তরের শূন্যপদে লোক নিয়োগ, সেবা প্রত্যাশীদের শতভাগ সেবা প্রদান, দুর্নীতিমুক্ত ও দক্ষ প্রশাসন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় পূর্বক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং বর্তমান সরকারের পদ্মা সেতুসহ মেগা প্রকল্প বাস্তবায়নের বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৫ দফা দিক-নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সংশি¬ষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করারও আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এদিকে, মতবিনিময় সভায় গোপনীয়তার কথা বলে গণমাধ্যম কর্মীদের সভাকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের বলা হয়, আপনারা ওয়েটিং রুমে অপেক্ষা করুন। মিটিং শেষে বিফ্রিং করা হবে। সন্ধ্যা ৭টা অবধি সভা চলে। এরপর সভা শেষ হলেও কোনো বিফ্রিং করা হয়নি। বরং গণমাধ্যম কর্মীদের জানিয়ে দেওয়া হয় মিডিয়া সেলে প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে অবহিত করা হবে। অবশেষে সেই প্রেসবিজ্ঞপ্তি মেলে রাত ৯টার দিকে। জেলা প্রশাসনের এ ধরনের ভূমিকায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।