নিজস্ব প্রতিবেদক :
যশোরে ঐতিহাসিক অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ নভেম্বর ২০২২) যশোরে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এদিন দুপুরে যশোর শহরের পাইপপট্টি মোড় থেকে একটি লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও যশোর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্বে করেন জেলা সহ-সভাপতি রেজাউল করিম। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, কৃষক সংগ্রাম সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেস, প্রচার সম্পাদক নাজমুল হোসাইন ও জাতীয় ছাত্রদল যশোর জেলার যুগ্ম-সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস প্রমূখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার।