নিজস্ব প্রতিবেদক : যশোরে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লি. ব্যাডমিন্টন লিগ শুরু হতে যাচ্ছে। এ লক্ষে এ্যাফিলিয়েটেড ক্লাবসমূহকে আগামী ৩ অক্টোবরের মধ্যে এন্ট্রি করার জন্য যশোর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ব্যাডমিন্টন লিগে টিম প্রতি এন্ট্রি ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং খেলোয়াড় প্রতি ৫০টাকা হারে নিবন্ধন ফি ধার্য করা হয়েছে। একটি ক্লাবে কমপক্ষে ৪জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে।
আগামী ৩ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ক্রীড়া সংস্থার অফিস কক্ষ থেকে ক্লাব সমূহকে নিবন্ধন করার জন্য ব্যাডমিন্টন পরিষদের সম্পাদক ইউসুফ হাসান অনুরোধ জানিয়েছেন।