যশোরে শতকন্ঠে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে স্কুল-কলেজভিত্তিক তিন দিনব্যাপী আবৃত্তি কর্মশালা উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রত্যয় থিয়েটার, যশোরের উদ্যোগে সোমবার সকালে বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের (উপশহর) একটি শ্রেণিকক্ষে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, বিদ্যোৎসাহী সদস্য কাসেদুজ্জামান সেলিম, অভিনয়শিল্পী স্বপন দাস ও সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রণব দাস। সভাপতিত্ব করেন প্রত্যয় থিয়েটার, যশোরের পরিচালক শিপন চৌধুরী। উলে¬খ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান শিপন চৌধুরী। তিনি জানান, পর্যায়ক্রমে বিভিন্ন স্কুল কলেজে এ কর্মশালা পরিচালনা করা হবে। - সংবাদ বিজ্ঞপ্তি