নিজস্ব প্রতিবেদক : যশোরে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিন’র ১৮ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
প্রেসক্লাব যশোরের সভাপতি দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুন’র সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় বক্তব্য দেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সমাজের কথা’র ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দন’র নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ। স্বাগত বক্তব্য দেন যায়যায়দিন’র স্টাফ রিপোর্টার মিলন রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক প্রণব দাস।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে দিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।