নিজস্ব প্রতিবেদক : যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সূর্যে্যাদয়ের সঙ্গে সঙ্গে যশোর কালেক্টরেট চত্বর থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও স্ব স্ব প্রতিষ্ঠানে। শহরের মণিহার চত্বরের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিকামী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নেতৃত্বে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ যশোরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিজয়স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানায়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে শামস—উল—হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিশেষ অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
সকাল পৌঁনে নয়টায় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ আনসার—ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস্ এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপরই মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসন বেলা ১১ টায় যশোর টাউনহল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিকেল তিনটায় শামস—উল—হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রবীণদের হাঁটা ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা। একই সময় মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হবে মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা।