নিজস্ব প্রতিবেদক : যশোরে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা আবারও কমেছে। আজ রোববার (২৮জানুয়ারি) জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসের আদ্রতা ছিলে ৯৪ %। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকতে পারে এবং দুই—একদিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, তাপমাত্রা কম থাকায় ভোরে শীতের অনুভূতি হয়। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলে। ফলে শীতের কষ্ট কিছুটা কমে যায়।
কথা হয়, শহরের দড়াটানা মোড়ে ইজিবাইক চালক আব্দুল আজীজের সাথে। তিনি বলেন, আজ সকাল থেকে কুয়াশা আর বাতাসের কারণে শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় দিনের বেলা তেমন শীত অনুভূত হয়নি।
অপর একজন একজন রিকশা চালক রমজাল আলী বলেন, শীতের কারণে সকালে ও রাতে রিকশা চালানো কষ্টের হয়ে গেছে। হাত—পা সব ঠান্ডা হয়ে যায়। কিন্তু রোদ উঠার পরর শীত কিছুটা কম লাগে।