মনিরুজ্জামান মনির : ঘূর্ণিঝড় ‘মোখা’কে ঘিরে মানুষের মনে নানা কৌতুহল। কখন না আসবে এই ঝড়। দেশের সব স্থানেও অতংকে আছে যশোরের মানুষ। মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবার বসত বাড়ি নিয়েও আছে ভয়ে। কখন না ঘূর্ণিঝড় ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করে দেয়। কৃষরেকরাও সবজি, আম এবং লিচু নিয়ে আছে চরম আতঙ্কে।
অনেকে আবার কাঁচা লিচু এবং আম ঘূর্ণিঝড় ‘ ‘মোখা’র ভয়ে বাজার জাত করছেন। বাজারে দেখা মিলছে কাচা লিচুর। অধিকাংশ লিচু রং ছাড়ায় বাজারে বিক্রি হচ্ছে। এদিকে কৃষকেরা সবজিও মোখা’র ভয়ে বাজার জাত করছেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘মোখা’কে নিয়ে যশোর বাসীর জন্য আছে সু-খবর। আবহাওয়া বিভাগ বলছে যশোরে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রবাভ পড়ার কোন সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় ‘মোখা’ (১৪ মে) যশোরে হালকা বাতাস এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে সারাদিন।
যশোর আবহাওয়া বিভাগের মতে, শনিবার সারা দিন আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগামী রোববার (১৪ মে) আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে যশোরে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব তেমন না আসার সম্ভাবনা রয়েছে।