নিজস্ব প্রতিবেদক : যশোরে মৃত্যুদণ্ড ও দেড়শ’ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দণ্ডপ্রাপ্ত আসামি আকবর আলী মোড়ল (৭৫) যশোরের অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের আনোয়ার উল্লাহ মোড়লের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রাম থেকে তাকে আট করেছে বসুন্দিয়া ক্যাম্পের পুলিশ।
যশোরের বসুন্দিয়া ক্যাম্পের এএসআই আব্দুল আলীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পদ্মবিলা গ্রাম থেকে আকবর আলী মোড়লকে গ্রেফতার করা হয়েছে। তিনি অভয়নগরের দেয়াপাড়া গ্রামে ৮৪ সালের মোবারক হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়াও একাধিক হত্যাসহ বিভিন্ন মামলায় তার ১৫২ বছরের কারাদণ্ড রয়েছে। বাগেরহাটের কারাগার থেকেও পালানোর মামলা রয়েছে তার বিরুদ্ধে।
অভয়নগর থানার এসআই বিমান তরফদার জানিয়েছেন, আকবর আলী মোড়ল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে অভয়নগর থানায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।