নিজস্ব প্রতিবেদক : হারিয়ে যাওয়া ফুটবলের জৌলুস ফিরিয়ে আনতে যশোরে মাঠে নেমেছেন সোনালী সময়ের মাঠ কাঁপানো ফুটবলার মাশুক মোহাম্মদ সাথী, মাসুদুর রহমান টনি, কাজী জামাল, সাব্বির আহমেদ পলাশ, পিয়ারুজ্জামান পিরুসহ নামি-দামি খেলোয়াড়বৃন্দ। শুক্রবার রাতে যশোর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদের আয়োজনে ও সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় মাস্টার্স কাপ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট ঘিরে শামস্-উল-হুদা স্টেডিয়াম সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়। উৎসুক দর্শকরাও ভিড় করেন এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলারদের পায়ে জাদুর ঝলক দেখতে।
মাস্টার্স কাপ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল। সোনালী অতীত ক্লাব যশোরের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল গফুরে সভাপতিত্বে বক্তব্যে রাখেন, বিশেষ অতিথি ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শামস্-উল-বারী শিমুল, সোনালী অতীত ক্লাবের কোষাধ্যক্ষ হালিম রেজা, ফুটবল পরিষদের সম্পাদক এনাম মাহমুদ বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন সোনালী অতীত ক্লাবের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এবিএম আখতারুজ্জামান।
কয়েকশ’ দর্শক উপস্থিত থেকে আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট ম্যাচটি উপভোগ করেন। উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেছে পদ্মা রেঞ্জার্স। তাদের কাছে ২-০ গোলে হেরেছে মেঘনা লায়ন। গোল দুটি করেন পদ্মা রেঞ্জার্স হাফিজুর রহমান।
যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান বলেন, ফুটবলের সোনালী ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে আনতে এবং তাদের ফুটবলে উদ্বুদ্ধ করতে এমন আয়োজনে প্রশংসাযোগ্য। নতুন প্রজন্ম ভালো কিছু শিখতে পারবে এ আয়োজন থেকে।’