২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
যশোরে বিসিক উদ্যোক্তা ও একুশে গ্রন্থমেলা আজ থেকে

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার যশোরে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ও একুশে গ্রন্থমেলা—২০২৪ শুরু হবে। শুক্রবার টাউনহল ময়দানে বিকেল চারটায় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। মেলায় ৬৯টি স্টল থাকবে। এর মধ্যে ২০টি বই স্টল থাকছে। এই মেলা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

<<আরও পড়তে পারেন>> বাংলা ভাষা বিলীনের দিকে ধাবিত!

যশোর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় যশোরে উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় টাউনহল ময়দানে আজ ১ মার্চ শুক্রবার থেকে ১০ মার্চ রোববার পর্যন্ত মোট ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা এবং একুশে গ্রন্থমেলা—২০২৪ অনুষ্ঠিত হবে।

১৯৫৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতৃর্ক প্রতিষ্ঠিত বিসিক সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা প্রদান, শিল্প প্লট বরাদ্দ, শিল্প নিবন্ধনসহ উদ্যোক্তাদের সার্বিক সহায়তার পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের প্রচার—প্রসার বা প্রদর্শন করানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শন এবং বিক্রয়ের জন্য উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি উক্ত মেলায় জেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অংশগ্রহণে বইয়ের স্টল থাকছে।

যশোর জেলার ঐতিহ্যবাহী যশোর স্টিচের থ্রি—পিস, শাড়ি, পাঞ্জাবি, শিশুদের ড্রেস, নকশীকাঁথাসহ বুটিক—বাটিকের হরেক রকম পণ্যের সমাহার থাকছে। জেলার সম্ভাবনাময় এবং দেশব্যাপী প্রশংসিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পসহ হস্তশিল্প, মৃৎশিল্প, খেলনা সামগ্রী, কাঠের শো—পিচ, জুয়েলারি, নকশি পিঠা, মধু, খেজুরগুড়—পাটালিসহ বিভিন্ন ধরণের দেশজ পণ্য ছাড়াও জেলা কারাগার কর্তৃক উৎপাদিত বাঁশ—বেত—তাঁত প্রভৃতি পণ্যের প্রদর্শন এবং বিক্রয় করা হবে। সেই সাথে চিত্তবিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ মেলায় মোট ৬৯ টি স্টল থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেলা কমিটি সদস্য সচিব ও উপমহাব্যবস্থাপক ফরিদা ইয়াসমিন, বিসিক মালিক সমিতির সভাপতি সাকের আলী, বিসিক কর্মকর্তা মেহেদী হাসান ও সালাউদ্দিন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram