নিজস্ব প্রতিবেদক : যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মনিরা ওই গ্রামের ইমরান সরদারের স্ত্রী।
মৃত মনিরার স্বামী ইমরান সরদার হাসপাতালে জানান, শুক্রবার নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন মনিরা খাতুন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে ডাক্তার শুভাশিষ মৃত ঘোষণা করেন। ডাক্তার শুভাশিষ জানান, হাসপাতালে আনার আগেই মনিরা মারা যান। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।