নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায়ের দিন ব্যাপি প্রতিযোগিতা সোমবার বিরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
জেলা প্রাথমিক শিড়্গা অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিড়্গা অফিসার আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ, জেলার সাবেক ক্রীড়া অফিসার ইফতেখার আলম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, মণিরামপুর উপজেলা প্রাথমিক শিড়্গা অফিসার ইসমত আরা পারভীন, শার্শা উপজেলা প্রাথমিক শিড়্গা অফিসার রফিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিড়্গা অফিসার শেহেলী ফেরদৌস, বাঘারপাড়া উপজেলা প্রাথমিক শিড়্গা অফিসার মাহবুবুর রহমান, চৌগাছা উপজেলা প্রাথমিক শিড়্গা অফিসার মো¯ত্মাফিজুর রহমান, কেশবপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিড়্গা অফিসার শোভা রায়, জেলা প্রাথমিক শিড়্গক সমিতির সভাপতি সাহিদ হাসান, সিনিয়র সহসভাপতি গাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ।
বিকেলে প্রতিযোগিতা শেষে ৩৬টি ইভেন্টে বিজয়ী ৮ উপজেলার ১০৮ জন শিড়্গার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিড়্গা অফিসার আব্দুস সালাম।