৮ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
যশোরে পাঁচ লাখ আফ্রিকান মাগুরের পোনা ধ্বংস
যশোরে পাঁচ লাখ আফ্রিকান মাগুরের পোনা ধ্বংস
113 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : যশোরে অভিযান চারিয়ে ৫ লাখ আফ্রিকান মাগুরের (বিদেশী মাগুর) পোনা জব্দ ও ধ্বংস করা হয়েছে। মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ এই মাছ করেছেন যশোর সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়šত্ম গ্রামের ৪টি পুকুরে এ অভিযান চালিয়ে আফ্রিকান মাগুরের পোনা রোটেনান প্রয়োগে ধ্বংস করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মাছ চাষীরা পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা।

সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়šত্মা গ্রামের পুকুর থেকে ৫ লাখ আফ্রিকান মাগুরের পোনা জাল দিয়ে উঠানোর পর তা জব্দ করা হয়। এ পোনা ৬’শ কেজি মত হবে। পরে নিষিদ্ধ পোনা ধ্বংস করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram