নিজস্ব প্রতিবেদক : নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ৩৪তম জেলা প্রশাসক হিসেবে গতকাল সোমবার সকালে যশোরে যোগদান করেছেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হলেন। এর আগে নবাগত জেলা প্রশাসককে দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী জেলা প্রশাসক। পরে বিদায়ী জেলা প্রশাসক ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় নবাগত জেলা প্রশাসক যশোর নড়াইল সড়কের যশোর সীমানা পর্যন্ত পথ এগিয়ে দেন।
জানাগেছে, সকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার যশোরে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকাল সাড়ে ১০টায় তার কাছে দায়িত্বভার বুঝে দেওয়ার পর্ব চলে। এ সময় জেলা প্রশাসকের কক্ষে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসকদ্বয় নিজেদের মধ্যে মতবিনিময় করেন।
বেলা ১১টার দিকে নবাগত ও বিদায়ী জেলা প্রশাসক এক সঙ্গে কক্ষ থেকে বের হয়ে সভাকক্ষে সবার সাথে কুশলাদি বিনিময় করেন। পরে কর্মকর্তা-কর্মচারীসহ দর্শনার্থীদের নিয়ে কালেক্টরেট চত্বরে নামলে কালেক্টরেট স্কুলের ৩০জন শিক্ষার্থী বিদায়ী জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানকে ফুল দিয়ে তার দোয়া কামনা করেন। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
বিদায়ী জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ২০২০ সালের ৭ জুলাই যশোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। গতকাল থেকে তার স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এর আগে গত তারিখে ৯ জুলাই মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারকে যশোর জেলায় জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।