জাকজমকপূর্ণ পরিবেশে যশোরে দৈনিক আমাদের সময়’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরে এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পত্রিকার নিজস্ব প্রতিবেদক এএইচএম কামরুজ্জামান হোসাইন সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন। প্রেসক্লাব সম্পাদক এসএম তৌহিদুর রহমান বিশেষ অতিথির বক্তৃতা করেন।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ’র ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কথা’র ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক প্রজন্ম একাত্তর সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু।
এসময় বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দৈনিক সমাজের কথা’র সহকারী সম্পাদক রফিকুল ইসলাম ও যশোর সাংবাদিক ইউনয়ন’র সাধারণ সম্পাদক এইচআর তুহিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কাটেন। —সংবাদ বিজ্ঞপ্তি