নিজস্ব প্রতিবেদক :
যশোর জেলা বক্সিং টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমাবার বিকালে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির। জেলার দশটি ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
ক্লাবগুলো হলো, শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ, ওস্তাদ রবিউল হোসেন বক্সিং ক্লাব, যশোর পৌরসভা বক্সি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, রোকেয়া বক্সিং ক্লাব, মোমিন নগর প্রীতি পরিষদ, মোহাম্মদ আলী বক্সিং ক্লাব, যশোর ইন্সটিটিউট, যশোর বক্সিং ক্লাব ও শহীদ মশিয়ার রহমান বক্সিং ক্লাব।
বক্সিং বডি বিল্ডিং ও ভারোত্তোলন পরিষদের সভাপতি মোহিত কুমার নাথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মিজা আখিরুজ্জামান সান্টু, যুগ্ম সম্পাদক শহীদ আহমেদ ও এবিএম আখতারুজ্জামান, সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, হিমাদ্রি সাহা মনি, এহসানুল হক সুমন, আনিসুজ্জামান পিন্টু প্রমুখ।