নিজস্ব প্রতিবেদক
যশোরে বৈষম্যবিরোধী বিল পাশ করার দাবিতে বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জয়ন্তি রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার অন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভ‚তোষ রায়
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শাশ্বতী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আয়নামতি বিশ্বাস, সদর উপজেলার পূজা পরিষদের ক্যাশিয়ার সন্তোষ সরকার, সাংগঠনিক সম্পাদক বাবুল দাস, সহকারী সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিপন সরকার প্রমুখ।