নিজস্ব প্রতিবেদক : আরাবী আহমেদ, নুসরাত জাহান দুই বন্ধু পড়েন যশোর সরকারি এমএম কলেজে। স্নাতক শেষ করে তাঁরা স্নাতকোত্তর ডিগ্রি নিতে চান মালয়েশিয়ার ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে। সে লক্ষ্যেই এখন প্রস্তুতি নিচ্ছেন দু’জন।
বুধবার দুপুরে দ্য জাবির হোটেল যশোরে এনএসএস সলিউশন শিক্ষা মেলা এসেছিলেন তারা। তিনটি দেশের ১০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় তথ্য সাজিয়ে মেলার আয়োজন করে এনএসএস সলিউশন। সকাল ১০টায় মেলা শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। এই মেলায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসের কমতি ছিল না।
যশোর ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা উপজেলার অন্তত ৪০০ শিক্ষার্থী এতে অংশ নেন। তাঁরা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির নানা তথ্য সংগ্রহ করেন। কীভাবে আবেদন করতে হবে, আবেদনের যোগ্যতা কী, স্নাতকে ফলাফল কী লাগবে, এসব প্রশ্নের উত্তর দেন বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা।
সরকারি এমএম কলেজের শিক্ষার্থী আরাবী আহমেদ বলেন, ইন্টারনেটে অনেক তথ্যই গোছানো পাওয়া যায় না। কিন্তু মেলায় নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি সুযোগ সম্পর্কে তথ্য দিয়েছেন সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে।
অপর শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। এজন্য ইন্টারনেটে ঘেঁটে নানা তথ্য জোগাড় করেছি। তবে মেলায় এসে অনেকগুলো প্রশ্নের উত্তর সহজে পাওয়া গেছে। কীভাবে, কখন আবেদন করতে হবে, আবেদনের শর্ত কী কী, কত টাকা খরচ হবে এসব তথ্য জানতে পেরেছি।’
এনএসএস সলিউশন শিক্ষা মেলায় উপস্থিত ছিলেন, সবুজ হোসেন, ওয়ান মোহাম্মদ আজিজি বিন ওয়ান সুলাইমান, নুরুল জাকিরিয়া, যুধিষ্টিরন পেরুমল, শিবাবালন কৃষ্ণান, ইন্তান শাহনাজ বিনতি জুলফি ফিলাইন, হানিস বিনতে নরদিন, আজিম মোহাম্মদ, স্মৃতি সারাহ বিনতে ওয়ান লতিফ, জেটি সায়াজওয়ানি, আফসানা মিমি ও রেজাউল করিম।