নিজস্ব প্রতিবেদক : যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ হোসেন (২২) নামে এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শুভ শহরের আরবপুর এলাকার আসাদুজ্জামানের ছেলে ও সরকারি এমএম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহত শুভর ফুফু দিলরুবা জানান, মঙ্গলবার দুপুরে চাঁচড়ার একটি তেল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বাড়িতে ফিরছিল শুভ। পথিমধ্যে চাঁচড়া মোড়ে পেঁৗছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় শুভ রাস্তার উপরে পড়ে মাথায় আঘাত পায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কতর্ব্যরত চিকিৎসক ঈমন হোসেন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
স্বজনরা বিকালে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে শুভ মারা যান।
যশোর হাসপাতারের সার্জারি বিভাগের ডাক্তার ঈমন হোসেন জানান, মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে শুভর মৃত্যু হয়েছে।