নিজস্ব প্রতিবেদক : যশোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর জেলি পুশকৃত এক টন চিংড়ি মাছ ধ্বংস করেছে। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে ওই মাছ জব্দ করা হয়। এ ঘটনায় বাস দুটির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব -৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করে অস্বাস্থ্যকরভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বিপুল পরিমান জেলি পুশ চিংড়িমাছ নিয়ে মংলা টু ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজের বাস ও পিরোজপুর টু রাজশাহীগামী মেট্রোপলিটন বাস যশোরের মনিহার মোড় হয়ে যাচ্ছে।
এই সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার মধ্যরাতে র্যাব -৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. নাজমুল হক এবং যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ সাইদুর রহমান রেজা এর সমন্বয়ে র্যাবের একটি আভিযানিক দল মনিহার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি উল্লিখিত দুইটি বাস থামিয়ে চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে বিষাক্ত জেলি পুশ করেছে কিনা তা চেক করেন।
এ সময় বাস দুইটিতে ককসিট ভর্তি বিপুল পরিমাণ (০১ টন) চিংড়ি মাছ ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা প্রমাণ পাওয়া যায়। চিংড়ি মাছে অস্বাস্থ্যকর/বিষাক্ত জেলি পুশ করার প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ৪(৪), ৫(৯) লংঘন করায় উক্ত বিধিমালার বিধি ৪(৫), ৫(১০) এর প্রদত্ত ক্ষমতা বলে ককসিট ভর্তি ০১ (এক) টন চিংড়ি জব্দ করা হয় এবং শামীম এন্টারপ্রাইজ বাসের মালিক শামীম হোসেন (৪২)’কে ৩০ হাজার টাকা ও মেট্রোপলিটন বাসের মালিক দিলীপ বিশ্বাস (৫১)’কে ৪৫ হাজার টাকা, সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ভবিষ্যতে অস্বাস্থ্যকর জেলি পুশ চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। জব্দকৃত চিংড়ি ধ্বংস করা হয়েছে।
লে. কমান্ডার এম নাজিউর রহমান আরও জানান, যশোরে র্যাব ১১টি অভিযান চালিয়ে ৯টনের বেশি জেলি পুশকৃত চিংড়ি জব্দ এবং ৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।