২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
যশোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত
যশোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ার হোসেন বলেন, উন্নত এবং আধুনিক দেশ গঠনে বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এমন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হয়ে উঠবে এবং তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে যে অগ্রগতি হয়েছে সেটা শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে উপলব্ধি করছি তা না, এটার বাস্তব প্রয়োগে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন স্মার্ট বাংলাদেশের দিখে যাচ্ছে।


যশোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে মঙ্গলবার যশোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষ হয়েছে। বিকেলে জিলা স্কুল অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল কুইজ, বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও অলিম্পিক। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, সকল লক্ষ্য হতে হবে মানব কল্যাণ। তবেই বিশ্বের বুকে এদেশের সুনাম আরো ছড়িয়ে যাবে। তোমাদের সৃষ্টি দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সহযোগিতা করবে। নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। তোমরাই এ জাতির ভবিষ্যত। মেধাকে মানব কল্যাণে কাজে লাগাতে হবে।’


অনুষ্ঠানে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। উপস্থিত ছিলেন, এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার ও অধ্যক্ষ লে. কর্ণেল নুসরাত আল নুর চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় মোট ৩৪জন শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram