নিজস্ব প্রতিবেদক : যশোরে জেলা পর্যায়ের শুরু হয়েছে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানের জিলা স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। উপস্থিত ছিলেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ।