নিজস্ব প্রতিবেদক : দুই ম্যাচে হেরে ৩৪তম আসর থেকে বিদায় নিয়েছে স্বাগতিক যশোর জেলা। যশোরে ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে স্বাগতিক যশোর প্রথম ম্যাচে জামালপুরের কাছে পরাজিত হয় ৬-১৮ গোলে। দ্বিতীয় ম্যাচে ঢাকার কাছে ১৫-১ গোলে হেরে প্রথম দিনের বিদায় নিয়েছে।
শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামের ৩টি মাঠে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার প্রথম দিনের মাঠে লড়াইয়ে বাংলাদেশ আনসার ৩৫-১ গোলে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। পঞ্চগড় তাদের প্রথম ম্যাচে নড়াইল জেলাকে ১৫-৭ ও দ্বিতীয় ম্যাচে রংপুর জেলাকে ২৯-৭ গোলে পরাজিত পরের রাউন্ড নিশ্চিত করেছে।
ফরিদপুর জেলাও দুই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। তারা প্রথম খেলায় রংপুর জেলাকে ৯-৫ গোলে এবং দ্বিতীয় ম্যাচে নড়াইল জেলাকে ৯-১ গোলে পরাজিত করে। বাংলাদেশ পুলিশও এদিন দুই ম্যাচেই জয় তুলে নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে। তারা প্রথম ম্যাচে দিনাজপুর জেলাকে ২৭-৪ গোলে এবং পরের ম্যাচে মাদারীপুর জেলাকে ১৮-৬ গোলে পরাজিত করে। এছাড়া নওগাঁ ২৪-১ গোলে হবিগঞ্জ জেলাকে ও বাগেরহাটকে ১১-৫ গোলে পরাজিত করে।
এদিকে, বিকেলে প্রধান অতিথি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি নুরম্নল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির ও হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রি সাহা মনি। উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ ডিসপেস্ন ও মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দুইটি সার্ভিসেস টিম বাংলাদেশ পুলিশ ও আনসারসহ ১৪ টি দল অংশ গ্রহণ করছে। ২০ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল।