নিজস্ব প্রতিবেদক :যশোরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ—২৩ উদ্বোধন করা হয়েছে। রোববার জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের একটি ট্যাবলেট খাইয়ে দিবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
৮অক্টোবার থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। এ সময়ে যশোর জেলায় ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিক্ষার্থী ও অন্যান্য শিশুদের কৃমিনাশক এক ডোজ মেবেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃমি শিশুদের পুষ্টিহীন করে, শারীরিক ও মেধা বিকাশে বিঘ্ন ঘটায়। অভিভাবকদের সচেতন ভাবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে নিজ সন্তানদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করানোর আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার রেহেনেওয়াজ, সেনেটারি ইন্সেপেক্টর শিশির কান্তি বিশ্বাসসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা—কর্মচারী এবং যশোর কালেক্টরেট স্কুলের শিক্ষক—শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।