জয়তী সোসাইটি কতৃর্ক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাত প্রতিরোধের উদ্দেশ্যে তাল বীজ রোপণ করার জন্যে উদ্যোগ ৩ মাস ব্যাপী কর্মযজ্ঞ সোসাইটি সম্পন্ন করেছে।
যশোর সদর উপজেলার ফতেপুর ও চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন সড়কে ৩ দফায় সংস্থাটি মোট ৮ হাজার ১ শত ১০টি তাল বীজ রোপণ করেছে।
ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রাম থেকে নেলে গ্রামের রাস্তার দুই পাশে প্রথম দফায় এক হাজারটি তাল বীজ রোপণ করা হয়েছে। বীজ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ—পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার কুমার পাল, উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাইদুজ্জামান হিমু, কৃষক লীগ সভাপতি রবিউল ইসলাম পান্নু, শ্রম বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।
এর আগে দ্বিতীয় দফায় চাঁচড়া ইউনিয়নের অন্তর্গত কালাবাগার মোড় থেকে বকুল নগর পর্যন্ত রাস্তার দুই পাশে এক হাজার পাঁচশতটি তাল বীজ এবং কালাবাগার মোড় থেকে রুপদিয়া সড়ক পর্যন্ত রাস্তার দু পাশে চার হাজার একশত দশটি তাল বীজ রোপন করা হয়।
তাছাড়া ৩য় দফায় চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামের বামনরোডের দুই পাশে এক হাজার পাঁচশতটি তাল বীজ রোপণ করা হয়। —সংবাদ বিজ্ঞপ্তি