নিজস্ব প্রতিবেদক : যশোর সদর, চৌগাছা ও ঝিকরগাছায় পৃথক অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি মূল্যবান মোবাইল ফোনসেট, একটি হ্যান্ডমাইক, একটি চোরাই মোটরসাইকেল, একটি ভ্যান, ১৪টি বাইসাইকেল ও বেশ কিছু তালা ভাঙ্গার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বিষয়টি গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানিয়েছেন ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার।
আটককৃতরা হলো, মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হক গাজীর ছেলে ও যশোর শহরের চাঁচড়া রায়পাড়া সালমা বেগমের বাড়ির ভাড়াটিয়া তরিকুল ইসলাম, যশোরের ঝিকরগাছা উপজেলার আটলিয়া গ্রামের আবুল বাসারের ছেলে পারভেজ হোসেন, চৌগাছার কারিকরপাড়ার মাহবুবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমানের ছেলে হাসানুর রহমান ও বেড়গোবিন্দপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে আলমগীর হোসেন তুহিন।
পুলিশ জানিয়েছে, গত ৩১ জানুয়ারি গভীর রাত দেড়টার দিকে বাঘারপাড়া উপজেলার পাঠানপাইকপাড়ার আবু বক্কার মোল্যার বাড়ি থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনায় আবু বক্কার বাঘারপাড়া থানায় মামলা করেন। এছাড়া যশোর শহর ও শহরতলীর বিভিন্নস্থানে চুরির ঘটনা ঘটে। বিষয়টি ডিবি পুলিশ ছায়া তদন্তে নেমে গত ১৮ মার্চ বেলা ১১টার দিকে ঝিকরগাছার রাজার ডুমুরিয়া গ্রামে অভিযান চালায়।
এসময় বাঘারপাড়ার আবু বক্কার মোল্যার বাড়ি থেকে চুরি হওয়া মোবাইল ফোনসহ দু’জনকে আটক করা হয়। ওইদিন ভোর ৫টার দিকে একই উপজেলার কাগমারী গ্রামের বিজয় দাসের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি হ্যান্ডমাইকসহ বিজয় দাসকে আটক করা হয়। তাদের বিরম্নদ্ধে ১৯ মার্চ বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। একইদিনে ঝিকরগাছা থানায় আরো একটি মামলা হয়।
ঝিকরগাছার ওই মামলায় চৌগাছা উপজেলার পশ্চিম কারিকরপাড়ায় ১৯ মার্চ দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এসময় চোরচক্রের আরো দুই সদস্যকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ১৪টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। এরপর অভয়নগর থানার একটি ইজিবাইক চুরি মামলায় একটি ভ্যান ও একটি হ্যান্ডমাইক উদ্ধার করা হয়।